Uncategorized

নিজের অভিনয় দক্ষতা ও দারুণ সব স্টান্ট দিয়ে নজড় কেড়েছেন সবার

টাইগার শ্রফ। সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত রোমাঞ্চধর্মী অ্যাকশন চলচ্চিত্র ‘হিরোপান্তি’ দিয়ে বলিউডে পদার্পণ। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি জ্যাকি শ্রফ পুত্রকে। নিজের অভিনয় দক্ষতা ও দারুণ সব স্টান্ট দিয়ে নজড় কেড়েছেন সবার। উপহার দিয়েছেন একাধিক ব্যবসাসফল সিনেমা।

সম্প্রতি গুঞ্জন উঠেছে, সঞ্জয় লীলা বানসালির পরবর্তী সিনেমায় অভিনয় করবেন টাইগার। অমিশ ত্রিপাঠীর বই ‘দ্য ইমমর্টালস অব মেলুহা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ হবে। এ নিয়ে বানসালির সঙ্গে এ অভিনেতার আলোচনাও চলছে।

তবে এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন টাইগার শ্রফ। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনটির পোস্ট করে ক্যাপশনে বাঘি অভিনেতা লিখেছেন, ‘এ খবরটি একেবারেই মিথ্যা। এ ধরনের কোনো আলোচনা হয়নি।’

টাইগার শ্রফ অভিনীত সর্বশেষ সিনেমা বাঘি-টু। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে সিনেমাটি। বর্তমানে স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এ অভিনেতা।

আরও পড়ুন

স্যালুট প্রবাসী বাঙালিদেরও -মাশরাফি

Syed Hasibul

সৈয়দ আশরাফ,প্রার্থীদের মধ্যে সবচেয়ে ‘গরিব’

Syed Hasibul

সিরিজ শুরু আগে জিম্বাবুয়ের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল