Notunshokal.com
খেলাধুলা

এশিয়াকাপ সরাসরি দেখতে পরবেন যে সব চ্যানেলে।

এ মাসের ১৫ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৪তম আসর। তৃতীয় বারের মত এবারের আসরে অংশ নেবে ৬টি দল। আর এবারের আসরের সবগুলো ম্যাচ সম্প্রচার করবে স্টার স্পোর্টস।

১৫ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই টুর্নামেন্টটি সম্প্রচার করবে স্টার স্পোর্টস- ১ ও স্টার স্পোর্টস-১ এইচডি। ইংলিশের সাথে সাথে হিন্দি ও তামিল ভাষাতেও ধারাভাষ্যকার প্রদান করবে চ্যানেলটি।তবে স্টার স্পোর্টস সুত্রে জানা গেছে দর্শকদের সুবিধার জন্য বাংলা ও কন্নড় ভাষাতেও ধারাভাষ্য দেয়ার চিন্তাভাবনা করছে চ্যানেলটি। তাই বাংলা ভাষাভাসি দর্শকদের জন্য এটি একটি বড় খুশির খবর বটে।

যদিও এখনও এই দুই ভাষায় ধারাভাষ্য করার জন্য অনুমতি পায়নি চ্যানেলটি। তবে ইতিমধ্যে ভারতের মিডিয়া অফ মিনিস্ট্রির কাছে ইতিমধ্যে আবেদন করেছেন তারা।

আরও পড়ুন

হ্যামিল্টন মাসাকাদজা অাউট। জিম্বাবুয়ের তৃতীয় উইকেটের পতন

হ্যাটট্রিক করে বিশ্বকাপের মিশন শুরু করলেন মেসি। দেখুন আজকের ম্যাচে মেসির হ্যাটট্রিকের ভিডিও

হ্যাটট্রিক করলো চেলসি

Syed Hasibul