Notunshokal.com
খেলাধুলা

বার্সার কোচ হিসেবে তিনজনকে পছন্দ করলেন মেসি

বার্সালোনার কোচ হিসেবে এরই মধ্যে তিনজনের নাম চুড়ান্ত করেছেন লিওনেল মেসি। আগামী মৌসুমে বার্সালোনার কোচ হিসেবে এই তিন জনের একজনকেই চান বার্সালোনার আর্জেন্টাইন সুপারস্টার।

বার্সালোনার বর্তমান কোচ ভালভার্দে। বার্সালোনার সাথে নতুন করে চুক্তি করতে রাজি হচ্ছেন না তিনি। বার্সালোনা নতুন চুক্তি করতে চাইলেও রাজি নয় ভালভার্দে এমনটাই জানিয়েছে ডন ব্যালন।

আর ভালভার্দে চলে গেলে সেই জায়গায় মেসির সবচেয়ে বেশি পছন্দ লড়েন্ত ব্লাঙ্ক। তবে তিনি ছাড়াও আরও দুজনকে পছন্দ করে রেখেছেন মেসি। তারা হলেন রোনাল্ড কোয়েম্যান ও মিশেল লাউড্রাপ।

আরও পড়ুন

হ্যারি কেইন,এক মাসের জন্য মাঠের বাইরে

Syed Hasibul

হ্যামিল্টন মাসাকাদজা অাউট। জিম্বাবুয়ের তৃতীয় উইকেটের পতন

হ্যাটট্রিক করে বিশ্বকাপের মিশন শুরু করলেন মেসি। দেখুন আজকের ম্যাচে মেসির হ্যাটট্রিকের ভিডিও