Notunshokal.com
বিনোদন

অশ্লীলতায় মুনমুন আর ময়ূরীর পার্থক্য! একি বললেন মুনমুন নিজেই

বাংলা সিনেমায় অশ্লীলতার যুগের নায়িকা বলা হয় মুনমুন ও ময়ূরীকে। আরো অনেকেই ছিলেন এই সময়ে। তবে অনেক সময় একই ছবিতে দেখা যেত এই দুই নায়িকাকে।

আর পরবর্তিতে অবস্থাটা এমন হয়েছে যে মুনমুনের নাম উচ্চারন করলে সাথে ময়ূরীর নামটাও জুড়ে দিত অনেকেই। আর এই প্রশ্নটি করা হলে মুনমুন বলেন, মুনমুন ও ময়ূরীর নামটি এক সাথে যে জড়িয়েছে সে কোন উদ্দেশ্যমুলক ভাবে এই কাজটি করেছে।

মুনমুন বলেন, ময়ূরী আমার ছবিতে কেবলই একজন পার্শ্ব চরিত্র ছিল। আমার তখন একটি ছবি হিট হওয়ার পর অনেক ছবির জন্যই অফার এলো। আর সেই সাথে আমার ছবিতে যারা পার্শ্ব চরিত্রে ছিল তারাও আমার সাথে ছবিগুলো পেয়ে যায়। তাই আমরা একসাথে ছবি করেছি।

কিন্তু আমি এক ধরনের অভিনেত্রী। ময়ূরী অন্য ধরনের অভিনেত্রী। আমি যে বড় ধরনের একজন অভিনেত্রী ছিলাম সেটা হয়তো তখন সাংবাদিকরা ভুলে গিয়েছিল।

এরপর মুনমুন দুইজনের পোশাক নিয়েও কথা বলেন। একই অনুষ্ঠানে রিয়াজ, ফেরদৌস, আমিন খানের মধ্যে কে সেরা সেটাও বলেন মুনমুন।

আর এই ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানেই

আরও পড়ুন

হ্যাপির প্রথম ছবি শেষ পর্যন্ত নিষিদ্ধ হলো

Syed Hasibul

হোটেলে ভারতীয় অভিনেত্রী পায়েল চক্রবর্তীর ঝুলন্ত লাশ, হত্যা নাকি আত্মহত্যা?

Adnan Opu

হেলমেটবিহীন হিরো আলমকে আটকালো পুলিশ