Notunshokal.com
খেলাধুলা

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে কাটার মুস্তাফিজ

আইসিসি র‌্যাংকিংয়ে জীবনের সেরা অবস্থানে কাটার মাস্টার মুস্তাফিজ। র‌্যাংকিংয়ে মুশফিক-মুস্তাফিজের বেশ অগ্রগতি। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ১-১ ব্যবধানে ড্র করেছে। আর সেই ভাল পারফরম্যান্সের প্রভাব পড়লো এবার আইসিসির সদ্য প্রকাশিত র‌্যাংকিংয়ে।

সেখানে ব্যাটিংয়ে সাকিব আল হাসানের পর মুশফিকুর রহিম ছুঁয়েছেন ক্যারিয়ার সেরা র‌্যাংকিং। এক ধাপ এগিয়ে ২৮-এ আছেন টেস্ট অধিনায়ক। তাঁর রেটিং পয়েন্ট ৬৪৪।
কলম্বো টেস্টের ম্যান অব দ্য ম্যাচ তামিম ইকবালও এগিয়েছেন। নয় ধাপ এগিয়ে তার অবস্থান ২৪। রেটিং পয়েন্ট ৬৫৪। তবে, বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্রে সবার ওপরে আছেন সাকিবই।

৬৭৬ পয়েন্ট নিয়ে তিনি আছেন ২১-এ। আর বোলারদের মধ্যে ক্যারিয়ার সেরা র‌্যাংকিং ছুঁয়েছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ২০ ধাপ এগিয়ে কাটার মাস্টারের অবস্থান এখন ৪৭। শ্রীলঙ্কার মাটিতে দুই টেস্টে তিনি পেয়েছেন নয় উইকেট। তাঁর রেটিং পয়েন্ট এখন ৩৬০। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আরও পড়ুন

হ্যামিল্টন মাসাকাদজা অাউট। জিম্বাবুয়ের তৃতীয় উইকেটের পতন

হ্যাটট্রিক করে বিশ্বকাপের মিশন শুরু করলেন মেসি। দেখুন আজকের ম্যাচে মেসির হ্যাটট্রিকের ভিডিও

হ্যাটট্রিক করলো চেলসি

Syed Hasibul