Notunshokal.com
খেলাধুলা

নেইমারের সমালোচকদের জবাব দিলেন টাচেল

লিভারপুলের বিপক্ষে ম্যাচের পর অনেকেই নেইমারের সমালোচনা করেছিলেন। সাবেক অনেক খেলোয়ার নেইমারের সমালোচনা করে অনেক রকম কথাই বলেছিলেন। এবার সেসকল কথারই জবাব দিলেন পিএসজির কোচ থমাস টাচেল।

লীগ ওয়ানে নিজেদের সর্বশেষ ম্যাচে জোড়া গোল করেছিলেন নেইমার। সেই ম্যাচ শেষে নেইমার বলেছিলেন তিনি এখনো ১০০ শতাংশ ফিট নন।

নেইমার বলেছিলেন, “আমি ১০০ শতাংশ ফিট নই। কেউই শতভাগ ফিট নয়। মৌসুম মাত্রই শুরু। আমরাও বেশি ম্যাচ খেলিনি।”

“আমি কাজ চালিয়ে যাচ্ছি। প্রতিদিন, প্রতি ম্যাচে উন্নতি করতে চেষ্টা করছি শারীরিক এবং কৌশলগত ভাবে।

নেইমারের এই কথার সাথে একমত পোষন করেছেন পিএসজি কোচ। তিনি বলেন, নেইমার এখনো তার সেরা অবস্থানে পৌছায়নি। তবে সে খুব কাছাকাছি আছে। সে প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। এমনকি লিভারপুলের বিপক্ষেও সে অ্যাসিস্ট করেছে সেটা ভুলে গেলে চলবে না।

তিনি বলেন, এই হার আমাদের জন্য খুবই কঠিন। আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পাড়িনি। তবে এটা মাত্রই গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। এক ম্যাচ দিয়ে আপনি সমালোচনা করতে পারেন না। আমাদের শান্ত থাকতে হবে।

নেইমারের সমালোচনা নিয়ে তিনি আরও বলেন, আমার জন্য এটা স্বাভাবিক। কারন সে দীর্ঘদিন ইনজুড়িতে ছিল। একই সাথে অনেক কঠিন একটি বিশ্বকাপ পার করেছে সে।

“নেইমার যখন মাঠে নামে তখন সবাই তাকিয়ে থাকে সে কি সেরা ফর্মে ফিরল নাকি ভুল করল, এটা তার জন্য খুবই কঠিন।”

“সত্যি বলতে আমি তাকে নিয়ে খুশি। আমি শতভাগ নিশ্চিত, সে সেরা ফর্মে ফিরবে এবং সেটা খুবই দরকারী।”

“সে আত্মবিশ্বাসী এবং ক্লাবের প্রজেক্টের সাথে যুক্ত। আমরা তাকে নিয়ে সন্তুষ্ট।”

আরও পড়ুন

হ্যাটট্রিক করে বিশ্বকাপের মিশন শুরু করলেন মেসি। দেখুন আজকের ম্যাচে মেসির হ্যাটট্রিকের ভিডিও

হ্যাটট্রিক করলো চেলসি

Syed Hasibul

হোটেলে সমর্থকের সঙ্গে আসলে কী হয়েছিল সাকিবের?

Syed Hasibul