Notunshokal.com
বিনোদন

অপূর্বের সাথে জুটি বাঁধছেন সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন

কলকাতার রাইমা সেন আর বাংলাদেশের অপূর্ব এই দুজনের রসায়ন কেমন হবে? পানি আর গন্ধকের মিশ্রণে নিশ্চই সালফিউরিক এসিডই হবে।

জনপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহ’র একটি গানে বাংলাদেশের অপূর্বের সাথে জুটি বাঁধছেন সুচিত্রা সেনের নাতনি। গানের শিরোনাম ’তোমার উঁকি ঝুঁকি’। তারিক তুহিনের কথায় গানটির সুর করেছেন আহম্মেদ হুমায়ুন সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম।

কলকাতার ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন পরিচালক অরিত্র কর্মকার।

গল্প নির্ভর এই গান ও ভিডিও প্রসঙ্গে ধ্রুব বলেন, ‘গান এবং ভিডিও শুধু দর্শক-শ্রোতাদের নাচানোর জন্য নয়। ভাবানোর জন্যও। আমি আমার আগের গান এবং গানের ভিডিওতে দর্শক-শ্রোতাদের চিন্তার জায়গা করে দিয়েছে।  এবারের ভিডিওতেও সেটাই আসছে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে খুব শিগগিরই গানটি প্রকাশ হবে বলে জানায়, ধ্রুব মিউজিক স্টেশন কর্তৃপক্ষ।

আরও পড়ুন

হ্যাপির প্রথম ছবি শেষ পর্যন্ত নিষিদ্ধ হলো

Syed Hasibul

হোটেলে ভারতীয় অভিনেত্রী পায়েল চক্রবর্তীর ঝুলন্ত লাশ, হত্যা নাকি আত্মহত্যা?

Adnan Opu

হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে টাক ঢেকে সিনেমায় ফিরেছেন বলিউডের যেসব অভিনেতা

Syed Hasibul