Notunshokal.com
খেলাধুলা

আফগান লীগের জন্য জাতীয় দলকে মানা করে দিলেন গেইল

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে নাম সরিয়ে নিলেন ক্রিস গেইল। তবে ক্রিস গেইল শুধু নতুনি নয়, এই তালিকা থেকে এর আগেই নাম সরিয়ে নিয়েছিলেন সুনীল নারিন, পোলার্ড, এভেন লুইসরা।

তবে ক্রিস গেইল এবার সেই তালিকায় আবার নতুন করে যোগ দিলেন। এপিএলে এবারের আসরে তার বালখ লিজেন্ডের হয় খেলার কথা। সেই আসরে যোগ দেওয়ার জন্যই তিনি নিজের নাম সরিয়ে নিয়েছেন জাতীয় দল থেকে।

অথচ সদ্য শেষ হওয়া রাজকোট টেস্টে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের বিপক্ষে ইনিংস ও ২৭২ রানে পরাজিত উইন্ডিজ। দলের এমন করুণ পরিণতি নিজ চোখে দেখেছেন ধারাভাষ্য দিতে ভারত সফরে আসা ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কার্ল হুপার।

দুদিন আগে ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে হুপার আক্ষেপ করেই বলেন, আইপিএল ক্যারিবিয়ান ক্রিকেটের ক্ষতি করছে। ওয়েস্ট ইন্ডিজের তরুণ ক্রিকেটারদের এখন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যে কোনো মূল্যে আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজিতে যোগ দেয়া।

আরও পড়ুন

হ্যাটট্রিক করে বিশ্বকাপের মিশন শুরু করলেন মেসি। দেখুন আজকের ম্যাচে মেসির হ্যাটট্রিকের ভিডিও

হ্যাটট্রিক করলো চেলসি

Syed Hasibul

হোটেলে সমর্থকের সঙ্গে আসলে কী হয়েছিল সাকিবের?

Syed Hasibul