Notunshokal.com
খেলাধুলা

এশিয়া কাপের দু:সহ স্মৃতি ভুলে, সামনে ভালো করতে চান যুবা দলপতি

বড় ভাইদের মত এশিয়া কাপের ফাইনালের তীরে এসে তরী ডুবিয়েছে যুবারা। নিজেদের মাঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ভারতের কাছে মাত্র ২ রানে হেরেছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের ওয়ানডে ও ২টি চার দিনের ম্যাচ খেলতে দেশ ছেড়েছে যুবারা। দেশ ছাড়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলেছেন যুবাদের অধিনায়ক তৌহিদ হৃদয়।

তিনি বলেন, ‘যেটা চলে গিয়েছে সেটা বলে লাভ হবে না। তারপরেও ফোকাস থাকতে হবে, যে ভুলগুলো করেছি সেগুলো যেন না করি। আর আমাদের এখন একটাই চিন্তা যে ম্যাচগুলো আছে সেগুলোতে ম্যাচ বাই ম্যাচ প্রমাণ করতে হবে। আমাদের সবার মধ্যে যে সামর্থ্য আছে তার শতভাগ দিলে আমরা যেকোনো দলকে হারাতে পারব।’

নিজের পারফর্ম সম্পর্কে বলেন, ‘সবারই লক্ষ্য থাকে। আমারও আছে। আমি এশিয়া কাপে খুব একটা পারফর্ম করতে পারিনি। তো আমার ফোকাস এখন নিজের সেরাটা দেওয়ার ও পারফর্ম করার। একজন সিনিয় প্লেয়ার হিসেবে টিম আমার কাছ থেকে অনেক কিছুই আশা করে। আমি আমার সেরাটা দিতে চেষ্টা করব।’

আরও পড়ুন

হ্যাটট্রিক করে বিশ্বকাপের মিশন শুরু করলেন মেসি। দেখুন আজকের ম্যাচে মেসির হ্যাটট্রিকের ভিডিও

হ্যাটট্রিক করলো চেলসি

Syed Hasibul

হোটেলে সমর্থকের সঙ্গে আসলে কী হয়েছিল সাকিবের?

Syed Hasibul