Notunshokal.com
জাতীয়

হেলিকপ্টার বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ফরিদুর রেজা সাগর-ব্রাউনিয়া

রাজশাহীর গোদাগাড়ীতে চ্যানেল আইয়ের পরিচালককে বহণকারী হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কবলে পড়ে বিদ্ধস্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

গোদাগাড়িতে হেলিকপ্টার দুর্ঘটনায় চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগর, স্বর্ণ কিশোরী নের্টওয়াকের পরিচালক ফারজানা ব্রাউনিয়াসহ ছয় জন প্রাণে বেঁচেন যান।

হেলিকপ্টারের পাইলট বলছেন, বৈরী আবহাওয়াতে ইঞ্জিন ত্রুটির কারণে এ ঘটনা ঘটে।

হেলিকপ্টারে ফরিদুর রেজা সাগরসহ ছয় জন যাত্রী ছিলেন। গোদাগাড়ীর আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এখানে স্বর্ণ কিশোরীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে এমেছিলেন ফরিদুর রেজা সাগরসহ ছয় জন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগর সহ ছয়জনই সুস্থ আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

হঠাৎ কেঁপে উঠলো রাজধানীসহ গোটা দেশ

Syed Hasibul

স্বাগত জানানো হলো সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত নতুন উড়োজাহাজ ‘আকাশবীণা’কে

Syed Hasibul

সৌদি আরবে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Sheikh Anik