Notunshokal.com
খেলাধুলা

জোড়া গোল করে আলোচিত হলেন বোল্ট

একসময় পৃথিবীর সবচেয়ে দ্রুত মানব ছিলেন ট্রেন্ট বোল্ট। কিন্তু বর্তমানে সেই দ্রুতমানব নিজেকে মনোনিবেশ করেছেন ফুটবল খেলায়। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখছেন বোল্ট।

আর তার পরিক্রমায় অস্ট্রেলিয়ার একটি ক্লাবের হয়ে আজ জোড়া গোল করলেন তিনি। ম্যাচের শুরু থেকেই মাঠে ছিলেন বোল্ট। প্রথম অর্ধে নিজের খেলার ঝলক দেখাতে পারেননি তিনি। ম্যাচে তাঁর প্রথম ঝলক দেখা যায় ৫৫ মিনিটে। পেছন থেকে লং বল পান বোল্ট। শারীরিক শক্তি দিয়ে পাশের ডিফেন্ডারকে সরিয়ে নিজের জন্য জায়গা তৈরি করেন তিনি।

এরপর নিজের দুর্দান্ত দৌড়ে এক ডিফেন্ডারকে পেছনে ফেলে নেওয়া শট এবং তাঁর সামনের ডিফেন্ডারের দুপায়ের মাঝ দিয়ে গোলকিপারের পাশ দিয়ে গোল! এরপর সেই আইকনিক ‘লাইটনিং বোল্ট’ উদ্‌যাপন।

দ্বিতীয় ঝলক আসে ৬৮ মিনিটে। এই গোলের ক্ষেত্রে বোল্টকে অবশ্য তেমন কষ্ট করত হয়নি। বল রিসিভ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন প্রতিপক্ষ দলের ডিফেন্ডার। বক্সের মাঝে ফাঁকা জায়গা পেয়ে হেসেখেলে গোল দেন বোল্ট। এখন দেখার বিষয় বোল্টের এই পারফর্ম তিনি ঠিক কতোদিন ধরে রাখতে পারেন।

আরও পড়ুন

হ্যাটট্রিক করে বিশ্বকাপের মিশন শুরু করলেন মেসি। দেখুন আজকের ম্যাচে মেসির হ্যাটট্রিকের ভিডিও

হ্যাটট্রিক করলো চেলসি

Syed Hasibul

হোটেলে সমর্থকের সঙ্গে আসলে কী হয়েছিল সাকিবের?

Syed Hasibul