Notunshokal.com
খেলাধুলা

বর্তমান আইসিসি র‍্যাংকিংয়ে বাংলাদেশের কোন খেলোয়াড়ের পজিশন কেমন?

আইসিসির বর্তমান র‍্যাংকিংয়ে টেস্টের পরিসংখ্যানে সবার চেয়ে এগিয়ে আছেন সাকিব আল হাসান। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় সাকিব ৪২০ রেটিং পয়েন্ট নিয়ে আছেন সবার উপরের পজিশনে।

ব্যাটিং র‍্যাংকিংয়ে ৭১৮ রেটিং পয়েন্ট নিয়ে তামিমের অবস্থান ১৩তম স্থানে। এছাড়াও ওডিআইতে মুশফিকের অবস্থান ১৬তম স্থানে। বোলারদের তালিকায়ও ১ থেকে ১০ এর মধ্যে নেই কোন বাংলাদেশী বোলার। এই তলিকায় ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ১২তম অবস্থানে আছেন মোস্তাফিজ।’

এই তালিকায় ২৮তম অবস্থানে আছেন অধিনায়ক মাশরাফি। আর ৩০তম স্থানে আছেন সাকিব আল হাসান। আর ৪৩ তম অবস্থানে আছেন রুবেল হোসেন।

আরও পড়ুন

হ্যাটট্রিক করে বিশ্বকাপের মিশন শুরু করলেন মেসি। দেখুন আজকের ম্যাচে মেসির হ্যাটট্রিকের ভিডিও

হ্যাটট্রিক করলো চেলসি

Syed Hasibul

হোটেলে সমর্থকের সঙ্গে আসলে কী হয়েছিল সাকিবের?

Syed Hasibul