Notunshokal.com
খেলাধুলা

উমেশ যাদবের তান্ডবে ৩১১ রানেই শেষ হল ওয়েষ্টইন্ডিজের ইনিংস

ভারতের বিপক্ষে প্রথম টেষ্টে বিধ্বস্ত হওয়ার পর তুলনামুলক ভাবে দ্বিতীয় টেষ্টে ঘুড়ে দাড়িয়েছে ওয়েষ্টইন্ডিজ। প্রথম ইনিংসে ৩১১ রান করেছে তারা।

প্রথম টেষ্টে বিধ্বস্ত হওয়া ওয়েষ্টইন্ডিজ এই টেষ্টেও শুরুটা বাজে ভাবেই করেছিল। মাত্র ১১৩ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল তারা।

সেখান থেকে দলকে একাই টেনে তোলেন রোস্টন চেজ। প্রথমে সেন ডর উইচ (৩০) ও এরপর জেশন হোল্ডারের (৫২) সাথে জুটি গড়ে দলকে টানেন চেজ।

অপর প্রান্তের ছোট ছোট সহযোগীতায় ওয়েষ্টইন্ডিজের রানকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার পাশাপাশি তুলেনেন সেঞ্চুরী। ১০৬ রান করেন তিনি।

ওয়েষ্টইন্ডিজ শিবিরে ভারতীয় বোলার উমেশ যাদব সবচেয়ে বেশি তান্ডব চালান। ৬টি উইকেট তুলেনেন তিনি।

আরও পড়ুন

হ্যামিল্টন মাসাকাদজা অাউট। জিম্বাবুয়ের তৃতীয় উইকেটের পতন

হ্যাটট্রিক করে বিশ্বকাপের মিশন শুরু করলেন মেসি। দেখুন আজকের ম্যাচে মেসির হ্যাটট্রিকের ভিডিও

হ্যাটট্রিক করলো চেলসি

Syed Hasibul