Notunshokal.com
জাতীয়

ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবো। এতে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ‘ওবায়দুল কাদের’

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবো। এতে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খুব শিগগিরই সংলাপের সময়, স্থান জানিয়ে দেওয়া হবে।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের কোনো প্রশ্ন নিতে অস্বীকৃত জানিয়েছে স্থান ত্যাগ করেন ওবায়দুল কাদের।

উল্লেখ্য, সংলাপের আবেদন জানিয়েছে অন্যান্য দাবি-দওয়াসহ একটি চিঠি গতকাল রোববার প্রধানমন্ত্রী বরাবর পাঠিয়েছিল জাতীয ঐক্যফ্রন্টে আহ্বায়ন ও গণফোরাম নেতা ড. কামাল হোসেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে আজকের সংবাদ সম্মেলনে সংলাপের সম্মতির কথা জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আরও পড়ুন

হেলিকপ্টার বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ফরিদুর রেজা সাগর-ব্রাউনিয়া

Sheikh Anik

হুসেইন মুহম্মদ এরশাদ ফের সিঙ্গাপুর যাচ্ছেন

Syed Hasibul

হাজী সেলিম নৌকার টিকেট পেয়ে বাকশক্তি ফিরে পেলেন

Syed Hasibul