Notunshokal.com
খেলাধুলা

চিটাগাং ভাইকিংস জন্য অনেক বড় সুখবর

আগামী বিপিএলের জন্য দল গঠন শেষ হয়েছে সব দলেরই। আর এই দল গঠনে অন্যান্য দলের তুলনায় কিছুটা হলেও দুর্বল হয়েছে চিটাগাং ভাইকিংস। গতবারও দলটি পয়েন্ট টেবিলে তলানীতে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল।

তবে তাদের এই শঙ্কার মাঝেও একটি কারনে তারা কিছুটা খুশিই হতে পারে। সেটা হল, দেশীয় দুই তারকার দারুন পারফর্মেন্স। এরা হল নাঈম হাসান ও সানজামুল ইসলাম।

এবারের শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে সেরা চার বোলারের মধ্যে আছেন ভাইকিংসের এই দুই তারকা। সবচেয়ে বেশি ২৮ উইকেট নিয়েছেন নাঈম হাসান। ইকোনোমি রেট ১.৮৯। এরপর চতুর্থ স্থানে আছেন সানজামুল ইসলাম। ২০টি উইকেট নিয়েছেন তিনি। ইকোনোমি রেট ২.৯০।

শুধু তাই নয়, টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান সাদমান ইসলামও আছেন চিটাগাং ভাইকিংসে। তাই দেশীয় ক্রিকেটারদের নিয়েই স্বপ্ন দেখতে পারে ভাইকিংস।

আরও পড়ুন

হ্যারি কেইন,এক মাসের জন্য মাঠের বাইরে

Syed Hasibul

হ্যামিল্টন মাসাকাদজা অাউট। জিম্বাবুয়ের তৃতীয় উইকেটের পতন

হ্যাটট্রিক করে বিশ্বকাপের মিশন শুরু করলেন মেসি। দেখুন আজকের ম্যাচে মেসির হ্যাটট্রিকের ভিডিও