তিনবছর পূর্ণ হওয়ার আগেই স্কুলজীবন শুরু হলো তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের।
মঙ্গলবার রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল স্কুলে জয়কে প্লে-গ্রুপে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন অপু বিশ্বাস। ছেলেকে ভর্তি করাতে শাকিব ও অপু বিশ্বাস দুজনেই এদিন হাজির হয়েছিলেন। ভর্তির দিন থেকেই ক্লাশও শুরু করেছে জয়।
স্কুলে তোলা জয়ের একটি স্থিরচিত্র ফেইসবুকে শেয়ার করেছেন অপু বিশ্বাস। ছেলের জন্য শুভকামনা জানিয়েছেন এ অভিনেত্রী।

তিনি আশা করছেন, জয় শুধু স্কুল থেকে স্কুল থেকে শিখবেই না; বাচ্চাদের সঙ্গে দারুণ কিছু সময় কাটাবে।২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে শাকিব-অপুর জুটি গড়ে ওঠে। ২০০৮ সালে তাদের বিয়ে হয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় তাদের পুত্রসন্তানের জন্ম হয়।
দাম্পত্যজীবনের টানাপোড়েনের মুখে চলতি বছরের মার্চে দু’জনের বিচ্ছেদ ঘটে। জয় এখন অপু বিশ্বাসের কাছেই থাকেন। মাঝে মাঝে বিভিন্ন উৎসবে তাকে দেখতে যান শাকিব খান।