Notunshokal.com
খেলাধুলা

ইমরুল কায়েস বাদ পড়েছে ফর্মের কারনে

স্পোর্টস ডেস্ক: ওয়েস্টইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেষ্টের জন্য দল ঘোষনা করেছে বাংলাদেশ দল। আর এই দলে নেই ইমরুল কায়েস। এছাড়াও দলে নেই তামিম ইকবাল। তবে দলে আছেন সাদমান ইসলাম।

ইমরুল কায়েস বাদ পড়েছে ফর্মের কারনে। আর তামিম ইকবাল বাদ পড়েছে সুস্থ হয়ে উঠতে না পারায়।

ঢাকা টেস্টে বাংলাদেশের ১৩ সদস্যের স্কোয়াড-

১। সাকিব আল হাসান (অধিনায়ক)
২। মমিনুল হক,
৩। সৌম্য সরকার
৪। সাদমান ইসলাম
৫। মোহাম্মদ মিঠুন
৬। মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
৭। মাহমুদুল্লাহ রিয়াদ
৮। মুস্তাফিজুর রহমান
৯। তাইজুল ইসলাম
১০। নাইম হাসান
১১। মেহেদি হাসান মিরাজ
১২। আরিফুল হক
১৩। সৈয়দ খালেদ আহমেদ।

 

আরও পড়ুন

হ্যামিল্টন মাসাকাদজা অাউট। জিম্বাবুয়ের তৃতীয় উইকেটের পতন

হ্যাটট্রিক করে বিশ্বকাপের মিশন শুরু করলেন মেসি। দেখুন আজকের ম্যাচে মেসির হ্যাটট্রিকের ভিডিও

হ্যাটট্রিক করলো চেলসি

Syed Hasibul