Notunshokal.com
খেলাধুলা

আইপিএলের যেকোন দলের বোলিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন টেইট

একসময় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন সাবেক অস্ট্রেলিয়ার পেসার শন টেইট। এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে ছিলেন তিনি। এবার আইপিএলের যেকোন দলের বোলিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন টেইট।

সম্প্রতি এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে টেইট বলেন, ‘আমি এই মুহূর্তে কোচিং করাচ্ছি আমার নিজের অবস্থার আরও উন্নতি করতে। আমি আইপিএলের যেকোনো একটি দলের বোলিং কোচ হতে চাই। আইপিএলে সময় কাটাতে চাই।’

তিনি আরো বলেন, ‘আমি যদি সেখানে কাজ করতে পারি তাহলে এটা আমার জন্য দারুণ হবে। আমি মনে করি টি-টুয়েন্টি ক্রিকেটে আমার অভিজ্ঞতার কমতি নেই এবং আমি এগুলো তাঁদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই।’

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সাবেক এই বোলার আইপিএল ছাড়াও অস্ট্রেলিয়ার বাইরে বিভিন্ন লীগে মোট ১৭১ টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন।

আরও পড়ুন

হ্যামিল্টন মাসাকাদজা অাউট। জিম্বাবুয়ের তৃতীয় উইকেটের পতন

হ্যাটট্রিক করে বিশ্বকাপের মিশন শুরু করলেন মেসি। দেখুন আজকের ম্যাচে মেসির হ্যাটট্রিকের ভিডিও

হ্যাটট্রিক করলো চেলসি

Syed Hasibul