Notunshokal.com
আন্তর্জাতিক বিনোদন

২৩ বছর বয়সী ঐ শিক্ষিকার নাম ব্রিয়ানা নিকোলা স্ট্যানলি

যখন ক্লাসে কেউ থাকত না তখনই এক ছাত্রকে ডেকে নিয়ে পাশের রুমে চলে যেতেন শিক্ষিকা। সেখানেই নিজের যৌন চাহিদা ঐ ছাত্রকে দিয়ে মেটাতেন শিক্ষিকা। আর এমনই চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদসংস্থা ‘এপি’।

২৩ বছর বয়সী ঐ শিক্ষিকার নাম ব্রিয়ানা নিকোলা স্ট্যানলি। তিনি নর্থ ক্যারোলিনার বাসিন্দা। আর নির্যাতিত ছাত্রের বয়স ১২ বছর।

প্রকাশিত খবরে জানানো হয়, ক্লাসে যখন কেউ থাকত না তখনই ঐ ছাত্রকে নিয়ে পাশের রুমে চলে যেত অভিযুক্ত শিক্ষিকা। দীর্ঘদিন তাকে ভয় দেখিয়ে এই কাজ করে আসছিলেন তিনি। ভয়ে ওই কিশোর প্রথমে কাউকে বলার সাহস না পেলেও, কয়েক দিন আগে বাড়িতে গোটা ঘটনাটি জানায়। ওই কিশোরের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।

তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায়, বছর ২৩-এর ব্রিয়ানাকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে তাঁকে ওই স্কুল থেকেও বরখাস্ত করা হয়েছে। ঘটনার পরে থেকে প্রবল আতঙ্কে রয়েছে ওই কিশোরও।

আরও পড়ুন

হ্যাপির প্রথম ছবি শেষ পর্যন্ত নিষিদ্ধ হলো

Syed Hasibul

হোটেলে ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত লাশ, হত্যা নাকি আত্মহত্যা?

Adnan Opu

হোটেলে ভারতীয় অভিনেত্রী পায়েল চক্রবর্তীর ঝুলন্ত লাশ, হত্যা নাকি আত্মহত্যা?

Adnan Opu