Notunshokal.com
বিনোদন

দেশে এসেছেন প্রভা,মনের মানুষকে বিয়ে করতে

বাবা- মায়ের সাথে খুব ছোট বেলায় বিদেশে চলে যান প্রভা। তবে বিদেশে গেলেও দেশে থাকা বন্ধু বাপ্পির কথা ভুলেননি তিনি। আর সময়ের সাথে সাথে এই বন্ধুত্ব রুপ নিয়েছে ভালোবাসায়। আর এই মনের মানুষকে একেবারে নিজের করে পেতে কাউকে কিছু না জানিয়ে চলে আসেন দেশে।

দেশে ফিরে অবশ্য পরিচয় হয় গ্রামের ছেলে শ্যামল মাওলার সাথে। তার মা অসুস্থ। মায়ের সেবার জন্য শহরে চাকরি ছেড়ে গ্রামে চলে এসেছে। আর এমনই একটি কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘প্রকৃতি ও পিয়া।’

নাটকটি রচনা ও পরিচালনা ইরানী বিশ্বাস। নাইস ড্রিম প্রযোজিত এই নাটকটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা ও শ্যামল মাওলা। আরও অভিনয় করেছেন তরুণ অভিনেতা বাপ্পি।

আরও পড়ুন

হ্যাপির প্রথম ছবি শেষ পর্যন্ত নিষিদ্ধ হলো

Syed Hasibul

হোটেলে ভারতীয় অভিনেত্রী পায়েল চক্রবর্তীর ঝুলন্ত লাশ, হত্যা নাকি আত্মহত্যা?

Adnan Opu

হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে টাক ঢেকে সিনেমায় ফিরেছেন বলিউডের যেসব অভিনেতা

Syed Hasibul