Notunshokal.com
খেলাধুলা

বল দেয়ালের বাইরে..তামিমের ছক্কায়

দীর্ঘদিন ইনজুড়িতে ছিলেন তামিম ইকবাল। সেই এশিয়া কাপে ইনজুড়ির পর আর মাঠে নামতে পারেননি দেশ সেরা এই ওপেনার।

তবে দীর্ঘদিন বিরতি দিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের মাধ্যমে ম্যাচে ফিরেছেন তামিম ইকবাল।

আর ফিরছেন তামিম নিজের স্বভাবজাত ব্যাটিংয়ের মাধ্যমেই। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তুলোধোনা করে সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম।

এই মুহুর্তে তামিম ১০৬ ও সৌম্য ৪২ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের সংগ্রহ ১৯৪।

সেঞ্চুরির পর তামিম ইকবাল একটি ছক্কা মারেন। ছক্কাটি এতটাই বড় ছিল যে তা বিকেএসপির মাঠের দেয়াল পাড় হয়ে চলে যায়। আর সেখানেই বল খুজে পাওয়া যায় নি।

আরও পড়ুন

হ্যামিল্টন মাসাকাদজা অাউট। জিম্বাবুয়ের তৃতীয় উইকেটের পতন

হ্যাটট্রিক করে বিশ্বকাপের মিশন শুরু করলেন মেসি। দেখুন আজকের ম্যাচে মেসির হ্যাটট্রিকের ভিডিও

হ্যাটট্রিক করলো চেলসি

Syed Hasibul