Notunshokal.com
রাজনীতি

ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা স্থগিত

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করার কথা থাকলেও তা হচ্ছে না বলে জানানো হয়েছে।

শুক্রবার (৭ ডিসেম্বর) সকালে গণফোরামের নেতা রফিকুল ইসলাম পথিক বিষয়টি নিশ্চিত করেন।

রফিকুল ইসলাম পথিক জানান, বিকেল ৩টায় পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয় থেকে প্রার্থী ঘোষণা করার কথা ছিল। কিন্তু আজকে আর তা হচ্ছে না। রাত অথবা আগামীকাল সকালে প্রার্থীর তালিকা ঘোষণা হতে পারে।

এর আগে সাংবাদিকদের জানানো হয়, শুক্রবার বিকেল ৩টায় ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা করা হবে। বৃহস্পতিবার রাতে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা আর জানানো হল না।

উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে কয়েক মাস আগে গঠিত হয় জাতীয় ঐক্যফ্রন্ট। প্রবীণ আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নেতৃত্বে এ ফ্রন্ট গঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফ্রন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

হেলমেট পরিহিত সেই যুবক আটক

হিরো আলমের মনোনয়নপত্র আপিলেও বাতিল

Syed Hasibul

হিরো আলমের নির্বাচন করতে আর কোন বাধা থাকল না

Syed Hasibul