Notunshokal.com
রাজনীতি

গুলশান বিএনপির কার্যালয় ভাঙচুর, আহত ১

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নবঞ্চিতরা বিএনপির গুলশান কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছন। এতে ইটের আঘাতে এক সংবাদ কর্মী আহত হয়েছেন।

শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ হামলা ও ভাঙচুর চালান হয়।

জানা গেছে, বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় শেরপুর-২ আসনের মনোনয়নবঞ্চিত ফাহিম চৌধুরী, গোপালগঞ্জ-১ আসনের সেলিমুজ্জামান, চাঁদপুর-১ আসনের আ ন ম এহসানুল হক মিলনের সমর্থকেরা এ হামলা চালায়।

এর আগে শনিবার সকালের দিকে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন মনোনয়নবঞ্চিত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের কর্মী সমর্থকরা। এ সময় তারা কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে চূড়ান্ত তালিকা ঘোষণার পরই কার্যালয়ের সামনে নতুন করে মনোনয়ন চূড়ান্ত করার দাবি করে বঞ্চিতদের সমর্থকরা।

আরও পড়ুন

হ্যাকের কবলে ‘পার্থের’ ফেসবুক আইডি

Syed Hasibul

হেলমেট পরিহিত সেই যুবক আটক

হিরো আলমের মনোনয়নপত্র আপিলেও বাতিল

Syed Hasibul