Notunshokal.com
রাজনীতি

হিরো আলম,নির্বাচনী প্রচারণা নিয়ে যা বলল

উচ্চ আদালতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়ে বগুড়া ৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন হিরো আলম। তার প্রতীক সিংহ। ভোট চেয়ে নিজের প্রচরণায় মাঠে নেমেছেন তিনি।

সিংহ প্রতীক নিয়ে বুধবার থেকে ভোটের প্রচার শুরু করেছেন তিনি। এ সময় তিনি ও তার নেতাকর্মী ভোটারদের কাছে সিংহ মার্কায় ভোট চান।

হিরো আলম বলেন, আমি বুধবার থেকে প্রচারণা শুরু করেছি। প্রতীক বরাদ্ধ হয়ে গেছে। জেলা প্রশাসক ঢাকায় থাকার কারণে স্বাক্ষর বাকি রয়েছে। সেটিও হয়ে যাবে।

নির্বাচনী প্রচারের বিষয়ে তিনি বলেন, প্রচারের বিষয়ে কোনো বাধা নেই। কারণ নির্বাচন অফিস থেকে আমাকে প্রচার চালানোর কথা বলা হয়েছে। তাই আমি প্রচারণা চালাচ্ছি।

আরও পড়ুন

হ্যাকের কবলে ‘পার্থের’ ফেসবুক আইডি

Syed Hasibul

হেলমেট পরিহিত সেই যুবক আটক

হিরো আলমের মনোনয়নপত্র আপিলেও বাতিল

Syed Hasibul