Notunshokal.com
আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্প,তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের প্রশংসায় টুইটবার্তা দিলেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা আইএস জঙ্গি ও সিরিয়ায় আমাদের যৌথ সম্পৃক্ততা নিয়ে কথা বলেছি। খুবই ধীরগতিতে এবং সর্বোচ্চ সমন্বয়ের সঙ্গে সেনাদের প্রত্যাহার করে নিয়ে আসা হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তাকে বলেছেন-সিরিয়ায় যে কয়েকজন আইএস জঙ্গি অবশিষ্ট আছে, তাদের তিনি উচ্ছেদ করবেন।

রবিবার (২৩ ডিসেম্বর) এক টুইটবার্তায় তিনি এ কথা জানিয়েছেন।

ট্রাম্প বলেন, এরদোগান হচ্ছেন এমন একজন মানুষ, যিনি এটি ভালোভাবেই করতে পারবেন। তুরস্ক বিজয়ের খুব কাছেই অবস্থান করছে।

এর আগে এরদোগানের সঙ্গে ফোনালাপ শেষে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাদের আলাপ ছিল দীর্ঘ ও ফলপ্রসূ।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘দায়েশের বিরুদ্ধে তাদের পর্যায়ক্রমে কাজে লাগানোর বহু বছর পর তারা বাড়ি ফিরছেন।’

অন্যদিকে, ট্রাম্পে টুইটবার্তার জবাবে এরদোগান বলেন, বেশ কয়েকটি বিষয়ে সমন্বয় বাড়াতে দুই নেতা একমত হয়েছি। বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক ও সিরিয়া পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন।

সিরিয়া থেকে দুই হাজার সেনা প্রত্যাহার করে নিয়ে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এরদোগানের সঙ্গে আলোচনার পর তিনি এই ঘোষণা দেন।

আর মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ও দায়েশকে হারাতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত ব্রেট ম্যাকগার্ক পদত্যাগের ঘোষণা দেন।

আরও পড়ুন

হোটেলে ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত লাশ, হত্যা নাকি আত্মহত্যা?

Adnan Opu

হাসপাতালে লিঙ্গ পরিবর্তন করতে গিয়ে বন্ধুত্ব-প্রেম, অতঃপর…

Adnan Opu

হাসপাতাল থেকে মৃত সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরে মা পেলেন একটা ফোন, এরপরই খুশির হাওয়া পরিবারে

Adnan Opu