Notunshokal.com
খেলাধুলা

এবার স্মিথের আসার ব্যাপারে যা জানালেন সালাহউদ্দিন

হুট করেই দল ছেড়ে চলে যাচ্ছেন স্টিভেন স্মিথ। আর দল ছেড়ে চলে গেলেও স্মিথ কি আবারো আসবেন কিনা সেটা নিয়ে সৃষ্টি হয়েহে গুঞ্জনের। এবার স্মিথের আসার ব্যাপারে মুখ খুললেন কোচ সালাহউদ্দিন। তিনি নিজেই স্পষ্ট করলেন স্মিথের আসার ব্যাপারে।

এই ব্যাপারে তিনি বলেন ,’ ‘সে এমআরআই এর জন্য অস্ট্রেলিয়া যাচ্ছে। এমআরআইতে সিরিয়াস কিছু না পাওয়া গেলে সে দ্রুতই দলের সাথে যোগ দিবে’; ক্রিকবাজকে জানিয়েছেন সালাউদ্দিন।

উল্লেখ্য, ডানহাতে ব্যথা নিয়েই এবারের বিপিএল খেলতে এসেছিলেন স্মিথ। এখন পর্যন্ত খেলেছেন দুই ম্যাচ। কিন্তু ব্যথা ক্রমশ বেড়ে যাওয়ায় তাঁকে নিয়ে ঝুঁকি নেয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজি।

আরও পড়ুন

হ্যারি কেইন,এক মাসের জন্য মাঠের বাইরে

Syed Hasibul

হ্যামিল্টন মাসাকাদজা অাউট। জিম্বাবুয়ের তৃতীয় উইকেটের পতন

হ্যাটট্রিক করে বিশ্বকাপের মিশন শুরু করলেন মেসি। দেখুন আজকের ম্যাচে মেসির হ্যাটট্রিকের ভিডিও