19.7 C
New York
May 24, 2020
জাতীয়

১১ জুন হতে পারে বাজেট ঘোষণা

আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেট আগামী ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৭ মে) অর্থমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে অর্থ মন্ত্রণালয় জানায়, জুন মাসে সংসদে বাজেট পেশ করা হবে। একই সঙ্গে বাজেটকে অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থনীতিবিদ, ব্যবসায়ী, বিশিষ্টজনসহ অংশীজনের মতামত চাওয়া হয়। অনলাইনে এ মতামত দিতে বলা হয়েছে।

অর্থমন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, করোনার কারণে এবার প্রাক-বাজেট আলোচনা স্থগিত করা হয়েছে। তবে আসন্ন বাজেটকে অংশগ্রহণমূলক করতে ওয়েবসাইটে মতামত নেয়া হবে।

এদিকে ১১ জুন আগামী বাজেট সংসদে পেশ করার জন্য বুধবার অর্থমন্ত্রণালয় থেকে সংসদ সচিবালয়ে চিঠি দেয়া হয়েছে। যদিও বাজেট অধিবেশন কবে বসবে তা এখনও ঠিক হয়নি। নিয়ম অনুযায়ী, বাজেট পেশের আগে সংসদে অধিবেশন শুরু হয়। তারপর নতুন অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

Related posts

আজ রোববার-বিশ্ব মা দিবস

আমের ন্যায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা

এবার প্রাথমিকের শিক্ষার্থীদের মায়েরা পাবেন ১৯০০ টাকা করে