19.7 C
New York
May 24, 2020
খেলাধুলা

নিলামে উঠছে মোহাম্মদ রফিকের ব্যাট

মহামারি করোনায় খেটে-খাওয়া অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নিজের স্মৃতি বিজড়িত ব্যাট নিলামে তুলছেন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি সাবেক বাঁ-হাতি অর্থডক্স বোলার মোহাম্মদ রফিক।

শুক্রবার (০৮ মে) এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই জানিয়েছেন রফিক। তিনি বলেন, আসসালামু আলাইকুম। আমি রফিক। সারা বাংলাদেশের মানুষ করোনাভাইরাসের কারণে অসহায় অবস্থায় রয়েছে। আমি চাচ্ছি, আমার এই ব্যাটি নিলামের উঠানোর জন্য। এই ব্যাটে অনেক স্মৃতি জড়িত রয়েছে। এখানে যে অর্থ আসবে; সেটা গরিব মানুষের কল্যাণে ব্যয় করা হবে।

১৯৯৫ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় মোহাম্মদ রফিকের। ২০০৮ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন। এর দুই বছর ঘরোয়া ক্রিকেটকেও বিদায় জানান ৩৩টি টেস্ট ও ১২৫টি ওয়ানডে খেলা এ ক্রিকেটার।

Related posts

ইমরুল-কোহলির ‘বিরাট’ বন্ধুতা

মুশফিক সত্যিকারের নায়ক: আফ্রিদি

তিনে নেমে সাকিবের রান বন্যা, বুদ্ধিটা এবি ডি ভিলিয়ার্সের আর মাশরাফির পূর্ণ সমর্থন