11.5 C
New York
November 23, 2020
আন্তর্জাতিক

অবশেষে ৮ মাস পর অস্ট্রেলিয়ার মসজিদে মুসল্লিদের জুমা আদায়

প্রাঙ্ঘাতি করোনা ভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর ফের মসজিদে জুমার নামাজ আদায় শুরু হয়েছে। আজ শুক্রবার স্থানীয় সময় দুপুরে মেলবর্ন শহরের মেডোও হাইটস মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে চলতি বছরের ১৩ মার্চ দেশটির মসজিদগুলোতে সর্বশেষ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে কভিড-১৯ এর বিস্তাররোধে পুরো দেশে জুমার নামাজ স্থগিত ঘোষণা করা হয়। মেডোও হাইটস মেলবর্ন শহরের সবচেয়ে জনবহুল এলাকা।

কভিড বিস্তাররোধে ৫০ জন করে নামাজ আদায়কারীদের এক একটি দল করা হবে। পৃথক পৃথক পাঁচজন ইমামতিতে তাঁরা নামাজ আদায় করবেন। তাছাড়া মুসল্লিদের জায়নামাজ নিয়ে যেতে বলা হয়। নামাজ আদায়কালে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়।

পার্থ-এর দক্ষিণাঞ্চলীয় উপশহরের আল রহমান মসজিদের ইমাম ইয়াহইয়া আবদেল ইবরাহিম এসবিএস নিউজকে বলেন, ‘এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি। আমরা বিশেষ জরুরি অবস্থায় বসবাস করছি।’

কভিড বিস্তাররোধে ৫০ জন করে নামাজ আদায়কারীদের এক একটি দল করা হবে। পৃথক পৃথক পাঁচজন ইমামতিতে তাঁরা নামাজ আদায় করবেন। তাছাড়া মুসল্লিদের জায়নামাজ নিয়ে যেতে বলা হয়। নামাজ আদায়কালে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়।

পার্থ-এর দক্ষিণাঞ্চলীয় উপশহরের আল রহমান মসজিদের ইমাম ইয়াহইয়া আবদেল ইবরাহিম এসবিএস নিউজকে বলেন, ‘এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি। আমরা বিশেষ জরুরি অবস্থায় বসবাস করছি।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কোট মোরিসন শুক্রবার অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল ছাড়া অন্য সব এলাকায় যাতায়াতের অনুমোদন প্রদান করেন। সূত্র: ইয়েনি সাফাক

Related posts

ভারতের পাঞ্জাবে ২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত

Shohag

বাইডেনের নেতৃত্বে যেসব বিষয় অগ্রাধিকার পাবে বাংলাদেশ

Shohag

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে নতুন আদেশ জা’রি