11.5 C
New York
November 23, 2020
খেলাধুলা রাজনীতি

এবার যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হলেন মাশরাফী

জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। এবার সাংগঠনিকভাবে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। প্রতিষ্ঠানটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নড়াইল এক্সপ্রেস।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে যুব লীগ। মাশরাফী ছাড়াও আর পাঁচজন প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা হলেন শেখ সোহেল, এড. বেলাল হোসেন, ব্যারিস্টার তৌফিকুর রহমান, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও বাহাদুর বেপারী।

যুবলীগের এবারের কমিটির সদস্য সংখ্যা ১৫১ থেকে ২০১ জনে উন্নীত করা হয়েছে। এখানে সাবেক ছাত্রলীগ ও বিভিন্ন জেলা থেকে ওঠে আসা নতুন মুখ রয়েছে ৩০ জন।

সিসি কমিটি থেকে ৪০ জন, নানক-আজম ও গত কমিটি থেকে নতুন পুরাতনের সমন্বয় করে ২০১ সদস্যের কমিটি করা হয়েছে। এছাড়া এই কমিটিতে কয়েকজন সাংবাদিকেরও জায়গা হয়েছে।

এছাড়া যুবলীগের গত কমিটিতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও ৫৫ বছরের বেশি বয়স হওয়ায় প্রায় ৭৩ জন বাদ পড়েছেন।

Related posts

তোমাকে পাল্টা চ্যালেঞ্জ জানাচ্ছি যুবরাজ: শচীন

মা হয়েছেন কোয়েল, নাতিকে দেখতে যাননি রঞ্জিত মল্লিক!

আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ জয়ের রেকর্ড মেসির

Shohag