12.2 C
New York
October 23, 2021
খেলাধুলা

বিয়ের কারণে আইপিএল ম্যাচ খেলবেন না অস্ট্রেলিয়ান তারকা

আসছে এপ্রিল মাসেই শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-২০২১ সালের আসর। এদিকে একই সময়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান তারকা স্পিনার অ্যাডাম জাম্পা। ফলে আইপিএলের শুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মাঠে নামতে পারছেন না এই লেগ স্পিনার।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেট পরিচালক মাইক হেসন দলটির টুইটার পেজে এমনটি নিশ্চিত করেছেন। ২৮ বছর বয়সী এই স্পিনার গত মৌসুমে ব্যাঙ্গালুরুর হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন।

যেখানে এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না তার।

মাইক হেসন এ ব্যাপারে বলেন, “প্রথম ম্যাচে আমরা আমাদের বিদেশি সব ক্রিকেটারকে পাচ্ছি না। বিয়ে করতে যাচ্ছেন অ্যাডাম জাম্পা। এটা তার জন্য গুরুত্বপূর্ণ একটি সময় এবং ক্লাব এ ব্যাপারে সচেতন ও তার ব্যাপারটিকে আমরা সম্মান জানাই।
আশাকরি সে দারুণ সময় কাটাবে।”

আরো পড়ুন

অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের টি-টুয়েন্টি ক্রিকেটের হিসাব-নিকাশ।

Shohag

রেংকিংয়ে একলাফে ৮ থেকে দুইয়ে পাকিস্তান; ৬ বাংলাদেশ

Shohag

নেই তামিম, একাদশে বড় চমক, দেখে নিন একাদশ

Shohag