29 C
Bangladesh
August 17, 2022
খেলাধুলা

বাবর আজমের কথায় জীবন দিতেও রাজি পাকিস্তানি ক্রিকেটাররা!

দারুণ এক সময় কাটাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপে দারুণ খেলার পরে বাংলাদেশকে টেস্ট ও ওয়ানডেতে হোয়াইটওয়াশ। এর মধ্যেই অধিনায়ক বাবর আজমকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তান দলের সহ-অধিনায়ক শাদাব খান। তার মতে, বাবরের কথায় জীবন দিয়ে দিতেও রাজি আছেন দলের ক্রিকেটাররা।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে শাদাব বলেছেন, ‘মানুষ সবসময় এমন একজন নেতার জন্য জীবন দিতেও রাজি থাকে, যে নেতা সবসময় দলের সদস্যদের সমর্থন দেন। সামনে এগোতে সে (বাবর) যেসব সিদ্ধান্ত নিচ্ছে, তা-ই প্রমাণ করে সে কত ভালো নেতা।’

তারকা লেগস্পিনার শাদাব মনে করেন, বাবরের এটিচ্যুড ও ভালো খেলার ক্ষুধা সবার মাঝে ছড়িয়ে পড়েছে। যে কারণে দল হিসেবে পারফর্ম করাটা সহজ হয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য।

এসময় বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শ ম্যাথু হেইডেন ও বোলিং পরামর্শক ভারনন ফিল্যান্ডারেরও ভূয়সী প্রশংসা করেন শাদাব।

তিনি বলেছেন, ‘ক্রিকেটে ম্যাথু হেইডেন অনেক বড় একটি নাম। যে অল্প সময় তিনি আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে মানসিকভাবে অনেক শক্ত করে তুলেছেন।’

আরো পড়ুন

বিপিএল খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন আন্দ্রে রাসেল

Shohag

রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুর রহমান।

Shohag

দক্ষিণ আফ্রিকায় জাতীয় সংগীত গেয়ে স্বাধীনতা দিবস উদযাপন করলেন টাইগাররা।

Shohag