বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এখন পর্যন্ত সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিপিএলে এখন পর্যন্ত ৭টি ট্রফির মধ্যে ৫টিই উঠেছে মাশরাফি বিন মুর্তজার হাতে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব ছারলেও এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেখা যাবে মাশরাফি বিন মুর্তজাকে।
জানা গেছে বিপিএলের এবারের আসরে “এ” ক্যাটাগরিতে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তাকে দলে পেতে চাই ঢাকা এবং সিলেটের ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যেই সিলেটের আইকন ক্রিকেটার হয়েছেন জাতীয় দলের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। তবে এখনো পর্যন্ত কোন ক্রিকেটারকে দলে টানতে দেখা যায়নি ঢাকাকে।
এবারের বিপিএলে দেখা যাবে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, সিলেট এবং বরিশাল। তবে এবারের বিপিএলে নেই জনপ্রিয় দল রংপুর এবং রাজশাহী। বিপিএলের দুই বারের চ্যাম্পিয়ন কুমিল্লার মালিকানায় থাকছে লোটাস গ্রুপ।
এছাড়াও বিপিএলে দেখা যাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। গত মৌসুমে খেলা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকানা পেয়েছে যথারীতি আখতার গ্রুপ। এছাড়া রূপা ও মার্ন গ্রুপ ঢাকা, প্রগতি গ্রুপ সিলেট, ফরচুন গ্রুপ বরিশাল ও মাইন্ড ট্রি খুলনার প্রতিনিধিত্ব করবে। তবে বিপিএলের এবারের আসরে নেই বেক্সিমকো, বসুন্ধরা এবং জেমকন গ্রুপ