আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারি এবং মার্চে বাংলাদেশে সফরে আসার কথা রয়েছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের। ইতিমধ্যেই এই সফর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
ওই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে রাশিদ খানরা। ২০১৯ সালে বাংলাদেশের মাটিতে একটি টেস্ট ম্যাচ খেলেছিল আফগানিস্থান। ওই টেস্ট ম্যাচে বাংলাদেশকে হারিয়ে চমক দিয়েছিল আফগানরা।
তবে এবারের সফরে কোন টেস্ট ম্যাচে না থাকলেও আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপের তিনটি ওয়ানডে এবং দু’টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে আফগানিস্তানের। বর্তমানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
সেখান থেকে ফিরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এ অংশগ্রহণ করবে জাতীয় দলের ক্রিকেটাররা। আগামী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ঠিক এর পরেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে আফগানিস্তান।