মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ইনিংসে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে মাটিতেই নামিয়ে ছাড়লো ঢাকা। আসরের একমাত্র অপরাজিত দলটিকে দিল প্রথম হারের স্বাদ। তাতে আরও একটি দারুণ জয়ে চট্টগ্রাম পর্ব শেষ করল মাহমুদউল্লাহর দল। সেই সাথে অধিনায়ক মাহমুদউল্লাহ গড়লেন দারুণ তিনটি ব্যক্তিগত রেকর্ড। জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫০ রানে হারিয়েছে মিনিস্টার ঢাকা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রান করে দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন মাহমুদউল্লাহ। ৪১ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান অধিনায়ক। টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের এটি সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড।
এদিন দুর্দান্ত এক ইনিংসে অনেক মাইলফলকই স্পর্শ করেছেন ঢাকা অধিনায়ক মাহমুদউল্লাহ। ক্যারিয়ার সেরা ইনিংসে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে পেয়েছেন পাঁচ হাজার রান। এমনকি বিপিএলেও তৃতীয় ব্যাটার হিসেবে দুই হাজার রানের কোটা স্পর্শ করেছেন তিনি। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে ২৭২ ম্যাচে ৫০৪৫ রান এখন মাহমুদউল্লাহর। আর বিপিএলে ২০১৪ রান।
জবাবে ১৫ বল বাকি থাকতেই ১৩১ রানে গুটিয়ে যায় কুমিল্লা। দলটির হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার মাহমুুদুল হাসান জয়।