ওয়ানডে ক্রিকেটে নিজের ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে পৌঁছে গেছেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সর্বশেষ আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
সেখানে তিন ধাপ উন্নতি করেছেন মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম সর্বশেষ ওয়ানডে খেলেছিল শ্রীলংকার বিপক্ষে। ঐ সিরিজে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকান মুশফিক। সেঞ্চুরির পাশাপাশি তিন ম্যাচে ৭৯ গড়ে ২৩৭ রান করেন এ অভিজ্ঞ উইকেটরক্ষক।
যার সুবাদে এতদিন আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১৪ তম স্থানে ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু সম্প্রতি সময়ে ভালো ফর্মে নেই ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যান শাই হোপ। যার কারণে ওয়ানডে র্যাংকিংয়ে ১১ তম স্থানে উঠে গেছেন মুশফিকুর রহিম।
এছাড়াও আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ১৯ তম স্থানে রয়েছেন জাতীয় দলের অধিনায়ক ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। এছাড়াও ২৪ তম স্থানে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৭ তম স্থানে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং ৪১ তম স্থানে রয়েছেন লিটন দাস।