আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ২৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচে দিয়ে শুরু হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আইসিসি সুপার লিগের অংশ।
তাই দুই দলের জন্যই এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিল দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে সুবিধাজনক স্থানে রয়েছে আফগানিস্থান। এখন পর্যন্ত আইসিসির সুপার লিগের দুটি সিরিজের মধ্যে কোন ম্যাচে হারেনি আফগানিস্তান।
তবে বাংলাদেশের লক্ষ্য আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জয়লাভ করা। আজ সকালে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছে বাংলাদেশ দল। আগে সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন,
“আমাদের সিম্পল প্ল্যান থাকবে, যেটা সবসময় করে আসছি, ওয়ানডে ক্রিকেট যেভাবে খেলে আসছি সেরকম সিম্পল প্ল্যানই থাকবে। হোয়াইটওয়াশ বলা যাবে না কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলবো এবং অবশ্যই আমাদের সিরিজ জেতার লক্ষ্য থাকবে। প্রথম লক্ষ্য থাকবে সিরিজ জেতা।”