দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাকিব আল হাসান। দলীয় সর্বোচ্চ ব্যক্তিগত ৭৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ হাফ সেঞ্চুরি করে দারুন একটি মাইলফলক স্পর্শ করেছিলেন সাকিব আল হাসান।
ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারে আজ পঞ্চাশতম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ৬৪ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৭৭ রান করে আউট হন। ২০০৬ সালে ওয়ানডে অভিষেক হয় সাকিবের। ২০২২ সালে এসে ফিফটির ফিফটি স্পর্শ করলেন তিনি। ৫০টি ফিফটির পাশাপাশি তার ৯টি সেঞ্চুরিও রয়েছে।
সাকিবের ৫০টি ফিফটির ২৪টি এসেছে তিনটি দেশের বিপক্ষে। সাকিব ভারতের বিপক্ষে ৮টি, উইন্ডিজের বিপক্ষে ৮টি ও জিম্বাবুয়ের বিপক্ষে ৮টি হাফ সেঞ্চুরি করেন।