ক্যারিয়ার সেরা ওয়ানডে বোলিং র্র্যাংকিংয়ে পৌঁছে গেছেন জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন। যেখানে ৮ বছর পর ক্যারিয়ারের দ্বিতীয় বারের মতো ৫ উইকেটে দেখা পেয়েছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়েছিলেন তাসকিন আহ্মেদ। যে কারণে আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ উন্নতি করেছেন তিনি। তাসকিন ক্যারিয়ার সেরা ৫২৩ পয়েন্ট নিয়ে ৩৩ নম্বরে অবস্থান করছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন সাকিবও।
এদিকে ব্যাটারদের মধ্যে তামিম ইকবাল সেরা ২০ এ জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক ৬৬২ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন। আর ৬০২ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে লিটন দাস।
এ ছাড়া ব্যাটারদের র্র্যাংকিংয়ে সাকিবের অবস্থান ২৬ নম্বরে। আর অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের অবস্থান ১৭ নম্বরে। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ১ ধাপ পিছিয়ে অবস্থান করছেন ৫ নম্বরে।