এইতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা নিয়ে সাকিব আল হাসানকে নিয়ে তুলকালাম হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। শেষ পর্যন্ত নিজে থেকে খেলার ইচ্ছা করলেও পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি।
এভাবে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে টাইগাররা। তাইতো এই সিরিজের আগে প্রশ্ন উঠছে, লঙ্কান সিরিজের খেলবেন কি সাকিব? তবে সাকিব খেলবে এটাই ধরে নিয়ে দল সাজাচ্ছে বিসিবি।
গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ দলের নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন, “যেহেতু না করা হয়নি যে কোনোভাবে না আসেনি তো আমরা ধরে নিয়েছি সাকিব খেলবে, খেলছে। এখানে তো না হওয়ার কোনো কথা হয়নি”।
“যেহেতু হয়নি সেহেতু…দক্ষিণ আফ্রিকায় ও খেলতে গিয়েছিল কিন্তু যৌক্তিক কারণে চলে এসেছে। আমি মনে করি এটা যথেষ্ট যৌক্তিক কারণ। সত্যি কথা বলতে সে তো মানসিকভাবে বেশ শক্ত, কয়েকটা ম্যাচ খেলে এসেছে।”