প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০ সেঞ্চুরি ও ১০ হাজার রান ক্লাবের সদস্য হবার গৌরব অর্জন করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
ঢাকা প্রিমিয়ার লিগে ডিপিএল সুপার লিগের ম্যাচে আজ রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১০৯ রানের অপরাজিত এক সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েন তামিম। এদিন ব্যাট হাতে এক প্রকার তান্ডব চালিয়ে মাত্র ৭৮ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০তম সেঞ্চুরি তুলে নেন তামিম।
আর এরই সাথে প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০টি সেঞ্চুরির মালিক হলেন তামিম। এরমধ্যে ১৪টিই জাতীয় দলের জার্সি গায়ে করেন তিনি। একই সাথে লিষ্ট ‘এ’ ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণও করেন তামিম। এক্ষেত্রেও প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০ হাজার করলেন এই টাইগার ওপেনার।
২৭৭ ম্যাচের ২৭৫ ইনিংসে ৩৮.৩৬ গড়ে তামিমের বর্তমান রান ১০০১২ রান তামিমের। ২০টি সেঞ্চুরির সাথে ৬২টি হাফ-সেঞ্চুরিও আছে তামিমের।
উল্লেখ্য, বাংলাদেশের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৫টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয়স্থানে এনামুল হক বিজয়। আর রানের দিক দিয়ে তামিমের পরই আছেন মুশফিকুর রহিম।