উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে ইতিহাদে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।চরম উত্তেজনাকর ৭ গোলের এই ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে স্বাগতিক সিটি।
এদিন খেলার দেড় মিনিটের মাথায় গোল! ম্যানচেস্টার সিটির দারুণ শুরু। ১১ মিনিটের মাথায় স্কোরলাইন ২-০, রিয়াল মাদ্রিদের বিপক্ষে এমন কিছু কি কল্পনাও করেছিল সিটি? প্রবল চাপের মুখে কোণঠাসা হয়ে পড়া দলকে আরও একবার পথ দেখালেন করিম বেনজেমা। অসাধারণ নৈপুণ্যে জালে বল পাঠালেন ভিনিসিউস জুনিয়র।
তবে ম্যানচেস্টার সিটির আগ্রাসী ও চমকপ্রদ ফুটবলের সামনে সেগুলো কেবলই ব্যবধান কমাল।
ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ের প্রথম লেগে ৪-৩ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল।
Manchester City 4-3 Real Madrid (Maç Sonucu)
⚽ 2' Kevin de Bruyne
⚽ 11' Jesus
⚽ 33' Benzema
⚽ 53' Foden
⚽ 55' Vinicius Junior
⚽ 74' Bernardo Silva
⚽ 82' Benzema (P)#UCL pic.twitter.com/fswJRCuxR6— FutbolArena (@futbolarena) April 26, 2022
Benzema goal for Real Madrid against Manchester City pic.twitter.com/0kMNLDc9NZ
— Live News (@LiveNewsForAll_) April 26, 2022
🅰️ Assistência brasileira na #UCL
Fernandinho 🇧🇷pic.twitter.com/QO71k5zlmz
— Penta 🇧🇷 (@Selecaoinfo) April 26, 2022