পাকিস্তানের সব ফরম্যাটের অধিনায়ক বাবর আজম। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বলে বিবেচিত তিনি। এই মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন তিনি, উদ্দেশ্য উমরাহ পালন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উমরাহ পালনের এক ছবি শেয়ার করেছেন বাবর আজম। টুইটার ও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে রীতিমত ভাইরাল বাবর।
উমরাহর ছবি পোস্ট করে ক্যাপশনে বাবর আজম লিখেছেন, ‘আল্লাহ সুবহানাতায়ালার প্রথম ঘরের দরজায় যেতে পেরে আমি ধন্য। আমার সৌভাগ্য দেখো, আমি এখানে অতিথি হয়ে এসেছি।’
Blessed to be at the doorsteps of the first house of Allah SWT. 🕋
Meri khush qismati dekho k mehmaane Haram Tha’ira 🙏#Umrah #RamadanMubarak pic.twitter.com/FPjXadeCQh
— Babar Azam (@babarazam258) April 30, 2022
ছবিতে বাবর আজমকে মাথায় চুল ছাড়া দেখা গেছে, যেটা ইসলামের নিয়ম মেনেই করা। ইহরাম পরা বাবর আজমের ব্যাকগ্রাউন্ডে ছিল পবিত্র কাবা শরীফ।
বাবর আজমের এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবার পরপরই এটা নেটদুনিয়ায় ভাইরাল হয়।