27 C
Bangladesh
December 7, 2022
খেলাধুলা

রাস্তায় দাঁড়িয়ে নিজ হাতে রোজাদার ব্যক্তিদের ইফতারি খাওয়ালেন বাবর আজম

সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ফরম্যাটেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম। এই সিরিজে তিন সংস্করণ মিলিয়ে ৭৩২ রান করেছেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত খেলার পর এবার খুশি বিতরণ করছেন পাকিস্তানের এই অধিনায়ক।

তার সাথে ছিলেন সহ-অধিনায়ক শাদাব খান। বৃহস্পতিবার নিজের শহর লাহোরে ইফতারি বিতরণ করেছেন তিনি। পাকিস্তান সুপার লিগ এবং অস্ট্রেলিয়া সিরিজের খেলার কারণে বহু দিন বাড়িতে যেতে পারেননি বাবর আজম।

তাই ছুটি পেয়েই বাড়িতে গেছেন। লাহোরে ফিরে নিজের খুশি অন্যের সঙ্গে ভাগাভাগি করে নিতে চেয়েছেন। পঞ্চম রোজার দিনে ইফতারি বিতরণ করেছেন। দাবানলের মতো ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, লাহোরের রাস্তায় ইফতারি বিতরণ করছেন বাবর ও শাদাব।

চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজে না খেলা শাদাব এই ক্ষেত্রে অন্তত অধিনায়ককে সাহায্য করতে পেরেছেন। বড় এক হাঁড়ি থেকে বিরিয়ানি বিতরণ করছেন বাবর। পাশে বেশ কয়েকটি পাত্রে শরবতও ছিল।

আরো পড়ুন

বিপিএলে যোগ দিতে আমি মুখিয়ে আছি। আশা করছি দারুণ এক টুর্নামেন্ট কাটবে : ফাফ ডু প্লেসিস

Shohag

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে একাদশে সুযোগ পেলে সেঞ্চুরি করতে চান মোসাদ্দেক হোসেন সৈকত।

Shohag

তিনটি ওয়ানডে এবং দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে আফগানিস্থান।

Shohag