18 C
Bangladesh
November 28, 2022
খেলাধুলা

বাবর আজমের উমরাহ হজ্জ পালনের ছবি নেটদুনিয়ায় ভাইরাল।

পাকিস্তানের সব ফরম্যাটের অধিনায়ক বাবর আজম। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বলে বিবেচিত তিনি। এই মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন তিনি, উদ্দেশ্য উমরাহ পালন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উমরাহ পালনের এক ছবি শেয়ার করেছেন বাবর আজম। টুইটার ও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে রীতিমত ভাইরাল বাবর।

উমরাহর ছবি পোস্ট করে ক্যাপশনে বাবর আজম লিখেছেন, ‘আল্লাহ সুবহানাতায়ালার প্রথম ঘরের দরজায় যেতে পেরে আমি ধন্য। আমার সৌভাগ্য দেখো, আমি এখানে অতিথি হয়ে এসেছি।’

ছবিতে বাবর আজমকে মাথায় চুল ছাড়া দেখা গেছে, যেটা ইসলামের নিয়ম মেনেই করা। ইহরাম পরা বাবর আজমের ব্যাকগ্রাউন্ডে ছিল পবিত্র কাবা শরীফ।

বাবর আজমের এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবার পরপরই এটা নেটদুনিয়ায় ভাইরাল হয়।

আরো পড়ুন

সাকিবের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল।

Shohag

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে নেই কোনো পরিবর্তন।

Shohag

এই গরমে তামিম ইকবালের ব্যাটিংয়ের দারুণ প্রশংসা করলেন কোচ জেমি সিডন্স।

Shohag