27 C
Bangladesh
December 7, 2022
খেলাধুলা

ব্যাট হাতে নিলে নিজেকে ব্যাটার মনে করি : নাঈম হাসান

নাঈম হাসানের আবির্ভাব ঘটেছিল অলরাউন্ডার হিসেবে। এখনও ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দাপট দেখানোর অভ্যাসটা আছে। তবে জাতীয় দলে তিনি সীমাবদ্ধ স্পিনারের ভূমিকায়। টেস্টে অবশ্য ব্যাট হাতে অবদানের সুযোগ আছে লোয়ার অর্ডারেরও। নাঈম মুখিয়ে আছেন সেই সুযোগের অপেক্ষায়।

ব্যাট হাতে নিলে নিজেকে ব্যাটার মনে করি নাঈম হাসান
বড় ইনিংসের নজির কম থাকলেও ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে বেশ

ব্যাট হাতে নিলে তাই নিজেকে ব্যাটারই মনে করেন নাঈম। তিনি জানালেন, ‘ব্যাট হাতে নিয়ে নামলে নিজেকে ব্যাটার মনে করি, যতটা পারি দলে অবদান রাখার চেষ্টা করি।’

সেই অবদান রাখার ক্ষেত্রে নাঈম নিজেকে নিংড়ে দিতে প্রস্তুত। ৭ টেস্ট খেলা এই ক্রিকেটারের ভাষায়, ‘ওরকম কিছু চিন্তা করছি না। চিন্তা করছি আমার শতভাগ দেওয়ার আর নিজের প্রক্রিয়া ঠিক রাখার। আল্লাহর রহমতে খুব ভালো লাগছে। আবার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। বড় ভাইদের সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করতে খুব ভালো লাগে। ওদের থেকে অনেক কিছু শেখা যায়। এখানকার পরিবেশও খুব ভালো।’

মিরাজের অনুপস্থিতিতে একাদশে ঠাই মিললে নাঈমকে জুটি বাঁধতে হবে সাকিব আল হাসানের সাথে। সাকিবও অনেক দিন পর ফিরছেন টেস্টে। তার সঙ্গ উপভোগ করছেন সতীর্থরা।

নাঈম বলেন, ‘সাকিব ভাই থাকলে তো দলের একটা বোলার একটা ব্যাটার বেশি পাওয়া যায়। সাথে উনি বোলারদের অনেক সহায়তা করেন।’

আরো পড়ুন

দারুন সুখবর। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলবেন শরিফুল ইসলাম।

Shohag

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়ে আইসিসি সুপার লিগে ১২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে ধরাছোঁয়ার বাইরে বাংলাদেশ।

Shohag

সুনীল নারিনের বিধ্বংসী ব্যাটিংয়ের পর মঈন আলীর ব্যাটে বরিশালকে ১৫২ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা

Shohag